ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ায় ঈদুল আজহা ১০ জুলাই


প্রকাশ: 29/06/2022


Thumbnail

পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। চাঁদ দেখা না যাওয়ার প্রেক্ষিতে আগামী ১০ জুলাই দেশটিতে ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়েছে। একইসাথে ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই এ চাঁদ দেখা না যাওয়ায় একই দিনে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে। 

মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে,  ১০ জুলাই ঈদুল আজহার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে।

এদিকে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার (৩০ জুন) ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭