ইনসাইড বাংলাদেশ

পদ্মা সেতুর টোল প্লাজায় মূর্তিসহ ভারত ফেরত যাত্রী আটক


প্রকাশ: 30/06/2022


Thumbnail

জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে এক ভারত ফেরত বাসযাত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তার প্রাচীন মূর্তি জব্দ করা হয়।

বুধবার (২৯ জুন) রাত ১টায় গ্রীন লাইন পরিবহনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় টহল পুলিশের একটি দল গ্রীন লাইনে অভিযান চালায়। এ সময় জসিম নামে এক যাত্রীর কাছ থেকে প্রাচীন মূর্তি, কারুকাজ করা কলসসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। অবৈধভাবে প্রাচীন স্থাপত্য ও মূর্তি পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্ত করছি বিষয়টি নিয়ে।

শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশ্রাফুজ্জামান বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাসে পুলিশ অভিযান চালায়। এ সময় বাসে থাকা যাত্রী জসিম উদ্দিনের কাছ থেকে শত বছরের পুরোনো মূল্যবান তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুটি ক্যামেরা উদ্ধার করা হয়। এ সময় তিনি এগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মালামালসহ তাকে দক্ষিণ থানার নিয়ে যাওয়া হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭