ইনসাইড বাংলাদেশ

‘২০ দল যাবে না, বিএনপি নির্বাচনে যাবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/01/2018


Thumbnail

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ২০ দলীয় জোটের বৈঠক। বৈঠকে অন্যান্য প্রসঙ্গের মধ্যে বেগম জিয়ার বিরদ্ধে চলমান মামলা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বলা হয় ‘২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে রাখতেই সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা গুলো সচল করেছে।’ বৈঠকে বিএনপির একজন নেতা বেগম জিয়ার বিরুদ্ধে ১৪টি মামলা বকশী বাজারের অস্থায়ী আদালতে স্থানান্তরের সিদ্ধান্তের সমালোচনা করেন।

বৈঠকে, বিএনপির মহাসচিব জামাত এবং ইসলামী ঐক্যজোটকে ইঙ্গিত করে বলেন ‘সরকার ম্যাডামকে নির্বাচনের বাইরে রেখে জোটের কয়েকজন শরীককে নিয়ে নির্বাচন করতে চায়।’ তিনি বলেন ‘আমার কাছে খবর আছে, সরকার আমাদের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে।’ বিএনপি মহাসচিব বলেন ‘ম্যাডাম ছাড়া ২০ দল নির্বাচনে যাবে না এরকম সিদ্ধান্ত আমাদের নিতেই হবে।’

এসময় বিজেপির নেতা আন্দালিব রহমান পার্থ বলেন ‘২০ দল তো নির্বাচনে যাবে না, ঠিক আছে কিন্তু বিএনপি কি নিশ্চিত করে বলতে পারবে যে তারা দল ভেঙ্গে নির্বাচনে যাবে না?’ পার্থ বলেন ‘ফখরুল সাহেবের কাছে যেমন খবর আছে, তেমনি আমার কাছেও খবর আছে। ক্যান্টনমেন্টের এক বাসায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বিএনপির কোন কোন নেতা বৈঠক করেছেন তা আমি জানি, ম্যাডাম জানেন কিনা জানিনা।’ পার্থ বলেন ‘বিএনপির একটি অংশ যদি দল থেকে বেরিয়ে আরেকটা বিএনপি করে নির্বাচনে না যায় তাহলে ২০ দলও যাবে না।‘

এসময় বৈঠকের সভাপতি বেগম জিয়া বলেন ‘এখন নানা ষড়যন্ত্র হবে। আমাদের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা হবে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’



বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭