ইনসাইড এডুকেশন

রাবিতে ১৭ দিনের ছুটি, খোলা থাকবে আবাসিক হল


প্রকাশ: 03/07/2022


Thumbnail

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস ও পরীক্ষা। এছাড়া ২২-২৩ জুলাই শুক্র-শনিবার হওয়ায় ২৪ জুলাই থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। তাই প্রশাসনিকভাবে ১৫ দিনের ছুটি হলেও প্রকৃতপক্ষে ছুটি থাকছে ১৭ দিনের। তবে এবার ঈদে খোলা থাকছে রাবির আবাসিক হলগুলো।

শনিবার (০২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী মহল।

তিনি বলেন, প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় হল খোলা রাখার কথা জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রোববার অফিসিয়ালভাবে বিষয়টি জানানো হবে এবং প্রত্যেক হলে নোটিশ পাঠানো হবে।

এদিকে হল খোলা রাখার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংসা করছেন শিক্ষার্থীরা। অনেকেই প্রশাসনকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭