কালার ইনসাইড

মারা গেছেন বিখ্যাত পরিচালক পিটার ব্রুক


প্রকাশ: 04/07/2022


Thumbnail

ইংলিশ থিয়েটার ও সিনেমা জগতের নামকরা ও বিখ্যাত পরিচালক পিটার ব্রুক আর নেই। শনিবার (০২ জুলাই) প্যারিসে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন তার সহকারী নিনা সফি। মৃত্যুর সময় পিটার ব্রুকের বয়স হয়েছিল ৯৭ বছর।

১৯২৫ সালে পশ্চিম লন্ডনে ব্রুকের জন্ম। ছোটবেলার শারীরিক অসুস্থতা ছিল ব্রুকের। পড়াশোনা করার সময় থিয়েটারের প্রতি ব্রুকের আগ্রহ জন্মায়। পাঁচের দশকের গোড়াতে তিনি সক্রিয়ভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত হন।

শুরু ইংল্যান্ডে হলেও মূলত ফ্রান্স ছিল ব্রুকের প্রধান কর্মক্ষেত্র। তিনি ১৯৭০ সালে প্যারিসে কাজ করার জন্য ব্রিটেন ছেড়ে যান।

‘কিং জন’, ‘মেজার ফর মেজার’, ‘দ্য উইন্টারস টেল’, ‘কিং লিয়ার’-এর মতো শেক্সপিয়রের বহু নাটক মঞ্চস্থ হয়েছে ব্রুকের নির্দেশনায়।

এছাড়া সাতের দশকের মাঝামাঝি ‘মহাভারত’কে নাট্যরূপ দেওয়ার কাজ শুরু করেন তিনি। ১৯৮৫ সালে সেই নাটক প্রথমবার মঞ্চস্থ হয়েছিল। ২০২১ সালে পিটার ব্রুককে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার।

সূত্র: দ্যা গার্ডিয়ান, রয়টার্স


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭