ওয়ার্ল্ড ইনসাইড

তুর্কিয়েকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার সুইডেনের


প্রকাশ: 04/07/2022


Thumbnail

তুরস্ককে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার অঙ্গীকার করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসন। রবিবার বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ কথা জানান। 

সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, গত ২৮ থেকে ৩০ জুন স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ন্যাটোর তিন দিনব্যাপী সম্মেলনে তুরস্কের সঙ্গে যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে, তা পুরোপুরি মেনে চলবে সুইডেন। বিশেষ করে কোনো সন্ত্রাসী সংগঠনকে সুইডেন তার ভূখণ্ডে আর স্থান দেবে না বলেও অঙ্গীকার করেছেন তিনি।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর নিরাপত্তা শঙ্কা থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করেছে ফিনল্যান্ড ও সুইডেন।  তুরস্ক সরকার প্রথমে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় তাদের আপত্তির কথা জানায়। পরে দেশগুলো একটি চুক্তিতে পৌঁছে।

কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকেসহ কোনো সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতা করবে না এই প্রতিশ্রুতিতে সম্প্রতি ফিনল্যান্ড-সুইডেনের ওপর থেকে আপত্তি তুলে নেয় তুরস্ক। 

সূত্র : আনাদোলু নিউজ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭