ইনসাইড বাংলাদেশ

হজে গেছেন স্বাস্থ্যমন্ত্রী, দুই প্রতিমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ সচিব


প্রকাশ: 04/07/2022


Thumbnail

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। 

সোমবার (৪ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রোববার বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ বেশ কয়েকজন সচিব সৌদি আরব এসেছেন। এসব হজযাত্রীদের রাত ১১টায় জেদ্দা হজ টার্মিনালে স্বাগত জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

হজযাত্রী হিসেবে বাংলাদেশ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও জেদ্দা গেছেন বলে জানিয়েছে দূতাবাস। 

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, চলতি বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি হজ পালন করবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭