ওয়ার্ল্ড ইনসাইড

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র


প্রকাশ: 07/07/2022


Thumbnail

পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার মাঝেই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে ইরানের একাধিক ব্যক্তি এবং কয়েকটি কোম্পানি ও জাহাজকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে। ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, আমেরিকার নয়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ১৩টি প্রতিষ্ঠান, দু’টি তেল ট্যাংকার ও দুই ব্যক্তি।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ভুয়া কোম্পানি তৈরি করে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পূর্ব এশিয়ার দেশগুলোতে রফতানি করেছে।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে এদেশের তেল ও তেলজাত পণ্য ঘোষণা দিয়ে রফতানি করা সম্ভব নয়। তবে গত এক বছরে ইরানের তেল রফতানি কয়েক গুণ বেড়েছে। 

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করার জন্য আমেরিকা বহু বছর ধরে এদেশের ওপর বিভিন্ন অজুহাতে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। মার্কিন সরকার বিশ্বের অন্যান্য দেশকে তার নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য করছে।

আমেরিকা এমন সময় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যখন দেশটি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার দাবি করছে। ইরান বারবার বলেছে, আলোচনায় সদিচ্ছা থাকলে ওয়াশিংটন যেন তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করে। 

সূত্র: আল-জাজিরা



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭