ইনসাইড টক

'বাংলাদেশ টেস্ট এবং টি-টোয়েন্টি কখনোই এতো ভালো খেলে না'


প্রকাশ: 07/07/2022


Thumbnail

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, বাংলাদেশ যে ফরমেটে খেলছে এই ফরমেটে এতো আপসেট হওয়ার কিছু নেই। ওয়ানডেতে আশা করি ঠিক হয়ে যাবে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান সিরিজসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা। পাঠকদের জন্য মাশরাফি বিন মর্তুজা এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের প্রধান বার্তা সম্পাদক মো. মাহমুদুল হাসান।

টেস্টে দলের অবস্থা নিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, টেস্টে কোনদিন ভালো ছিল? এতো আপসেট হওয়ার কিছু নাই। যে ফরমেটে বাংলাদেশ ভালো খেলে সেই ফরমেটটি কম খেলা হচ্ছে বলে এই রকম মনে হচ্ছে। বাংলাদেশ টেস্ট এবং টি-টোয়েন্টি কখনোই এতো ভালো খেলে না। এটা নিয়ে ওরিড হাওয়ার কিছু নাই। খেলতে হবে। এটা ধীরে ধীরে উন্নতি করবে।

এ ব্যাপারে টিম ম্যানেজমেন্টের কোনো কিছু করণীয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এগুলো রাতারাতি বলে ঠিক যাবে না। এটার জন্য দীর্ঘ পরিকল্পনার দরকার। পরিকল্পনা করেই ধীরে ধীরে আগাতে হবে। এখন ভালোর দিকে এগোচ্ছে। দেখা যাক সামনে কি হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭