ওয়ার্ল্ড ইনসাইড

‘রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে পরাজিত’ করতে পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়লেন পুতিন


প্রকাশ: 08/07/2022


Thumbnail

 পশ্চিমাদের রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন তার পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে আলাপকালে আরও বলেছেন, "রাশিয়ার ইউক্রেন অভিযান একটি বহুমুখী পৃথিবী তৈরি করবে।" 

রুশ প্রেসিডেন্ট বলেছেন, "আজকাল আমরা শুনছি তারা আমাদের যু্দ্ধের ময়দানে পরাজিত করতে চায়, আপনারা কি বলেন? তাদেরকে চেষ্টা করতে দিন।"

এসময় পুতিন আরও বলেন, "আমরা বহুবার শুনেছি পশ্চিমারা ইউক্রেনের শেষ ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত আমাদের সাথে যুদ্ধ অব্যাহত রাখতে চায়, এটা ইউক্রেনের মানুষের জন্য দুঃখজনক। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে সবকিছু সেদিকেই আগাচ্ছে।"

এসময় পশ্চিমাদের বিরুদ্ধে ইউক্রেনে ছায়াযুদ্ধে জড়ানোর অভিযোগও আনেন পুতিন। তার দাবি রাশিয়া নয় এই সংঘাতের শুরুটা করেছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। আর শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্যও ইউক্রেনকে দায়ী করেছেন পুতিন।


সূত্র: আল জাজিরা



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭