ইনসাইড বাংলাদেশ

দাম বেশি, বেচাকেনা কম


প্রকাশ: 08/07/2022


Thumbnail

সারাদেশ ব্যাপী জায়গায় জায়গায় বসেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে খুঁজছেন কোরবানির পশু। এর জন্য হাট থেকে হাটে ঘুরে ঘুরে দেখছেন পশু। কিন্তু পাচ্ছেন না বাজেটের মধ্যে। ফলে ক্রেতার সংখ্যা বাড়লেও হাটে পশু বেচাকেনা খুবই কম।

শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর শাহজাহানপুর এবং গোপীবাগ-কমলাপুর সমন্নয়ে কোরবানির পশুর হাট ঘুরে এই চিত্র দেখা গেছে। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে দ্বিগুণ দাম হাকাচ্ছেন বিক্রেতারা। তাদের চাওয়া অনুযায়ী মাংসের দাম হিসাব করলে ১০০০ টাকার বেশি পড়ে।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের বাসিন্দা জয়নাল হোসেন আক্তার বলেন, বেপারিরা দাম দেখছেন। নানা অজুহাতে গরুর দাম বাড়াচ্ছেন। গরু ছাড়ছেন না। তাই আপাতত বাড়ি ফিরে যাচ্ছি। রাতে আবার আসব।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশুর হাটে ঘুরে দেখা গেছে,  ক্রেতারা দাম বেশি বলে অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন অন্য কথা। তারা জানান, পশুখাদ্যসহ সব জিনিসের দাম বাড়ায় গরুর দাম বেড়েছে। তবে একই কারণে এবার পশু কোরবানি কম হবে। অনেকেই কোরবানি করবেন না বা ভাগে কোরবানি দেবেন। তাই এবার পশু বিক্রি কম হবে।

ইউনূস আলী নামের এক বিক্রেতা বলেন, বন্যার পানি থাকা সত্ত্বেও গরুগুলোকে খুব যত্ন করে নিরাপদে রেখে ঢাকায় এনেছি। কিন্তু আজ (শুক্রবার সকাল) পর্যন্ত বাজারের অবস্থা ভালো না। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্রি বাড়বে ভেবেছিলাম, তবে ক্রেতা তেমন নেই। অল্প কিছু ক্রেতা হাটে এলেও তারা কেবল দেখছেন আর দাম শুনে ফিরে যাচ্ছেন। বিক্রি খুব কম। আমি একটি মাঝারি সাইজের গরু বিক্রি করেছি ৯৫ হাজার টাকায়। অথচ এটা আরও ১০ হাজার টাকা বেশিতে বিক্রির মতো। বাজার দেখে গরু বিক্রি করতে বাধ্য হলাম।

কুষ্টিয়া থেকে বাড়িতে পালন করা ৩৩টি গরু নিয়ে হাটে এসেছেন বেপারি সাইজু ইসলাম। তিনি বলেন, আমি রমজান মাসে গরুগুলো কিনেছিলাম। চার দিন হলো হাটে এসেছি, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে মোট পাঁচটি গরু বিক্রি করেছি। আমার সবচেয়ে বড় গরুটি ১ লাখ ৫০ হাজার টাকায় ৩ মাস আগে কিনেছিলাম। ৩ মাস খাওয়ানোর পর এটাকে ১ লাখ ৮০ হাজারে বিক্রির কথা ভেবেছিলাম। আজ সকালে সেটা ১ লাখ ৫৮ হাজার টাকায় বিক্রি করেছি। অন্যবারের তুলনায় এবার ক্রেতা অনেক কম।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭