লিভিং ইনসাইড

কোরবানি ঈদ: যেসব বিষয়ে সতর্ক থাকতেই হবে


প্রকাশ: 09/07/2022


Thumbnail

দিনের শেষে রাত পোহালেই ঈদুল আজহা বা কোরবানির ঈদ। শেষ মুহুর্তে অনেকেই নারীর টানে বাড়ি ফেরার হৈ-হোল্লর পড়ছে শহরজুড়ে। কর্মজীবী মানুষেরা ঈদুল ফিতর বাড়ি না গেলেও কোরবানির ঈদ সহজে কেউ মিস করে না। কারন ঈদুল আজহায় কোরবানির ঈদে আল্লাহতালাকে খুশি করার জন্য মুসলিম ধর্মাবলম্বীরা পশু কোরবানি দেয়।

গত দুই বছরে করোনার কারনে ঈদ আনন্দ মাটি ছিলো। এবছর একটু ভালো অবস্থা থাকলেও করোনা পরিস্থিতিতে এবারের ঈদের আয়োজনে যুক্ত করতে হবে অতিরিক্ত সতর্কতা। 

আমাদের প্রধান ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদ-উল-আজহা এবং করোনার চতুর্থ ঢেউয়ের মধ্যেই আমাদের পবিত্র ঈদ-উল-আজহা পালন করতে হচ্ছে। এদিকে করোনা সংক্রমণ আর মৃত্যু পাল্লা দিয়ে বাড়ছে। কেবল করোনা নয়, প্রতিদিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাও। তাই ঈদ পালনে এবার সর্বোচ্চ সতর্কতা পালন জরুরী। কোনভাবেই যেন আমাদের ঈদ আনন্দ কারও জন্য বেদনা ডেকে না আনে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পশু কোরবানি ও কাটাকুটির সময়ও যথাসম্ভব ভিড় এড়িয়ে চলতে চেষ্টা করুন। 

অনেকেই আজকাল নির্ধারিত স্থান থেকে পশু কাটার কাজ সারেন। তাতে বাড়িতে ভিড় এড়ানো যায়।

বাড়িতে কোরবানি করা হলে কসাই ও সাহায্যকারীদের মাস্ক পরা, হাত ধোয়া ও অন্যান্য স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করুন।

প্রতিটি এ্যাপার্টমেন্ট ও বাসার নিচে হাত ধোয়ার ব্যবস্থা ও সাবান-পানি থাকা উচিত। 

বাইরের লোক যত কম প্রবেশ করবে, তত ভাল।

ঈদের নামাজে যাওয়ার সময় নিজের জায়নামাজ সঙ্গে নিন।

কোরবানির মাংস বিতরণে সতর্ক হন। শহরে বা গ্রামে একত্রে জড়ো না হয়ে পরিচিত মানুষদের বাড়িতেই কোরবানির মাংস পাঠিয়ে দিন। 

কোরবানি শেষে সব থেকে গুরুত্বপূর্ণ হলো কোরবানির বর্জ্য যথাসম্ভব দ্রুত পরিষ্কার করা৷ 

কোরবানি হয়ে যাওয়ার পরে যে বর্জ্যগুলো তৈরি হবে ওগুলোতে সঙ্গে সঙ্গে ব্লিচিং পাউডার ও অন্যান্য পরিষ্কারক দ্রব্য ব্যবহার করে পরিষ্কার করুন। কিংবা নির্দিষ্ট স্থানে রাখা উচিত, যাতে পরিচ্ছন্নকর্মীরা সহজেই তা অপসারণ করতে পারে। ব্যক্তি পর্যায়ে বর্জ্য অপসারণের ক্ষেত্রে সতর্ক হন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭