ইনসাইড বাংলাদেশ

জোট থেকে বেরিয়ে যাচ্ছে জামাত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/01/2018


Thumbnail

শুধু ঢাকায় নয়, ৬ সিটিতেই প্রার্থী দেবে জামাত। আর ঢাকার প্রার্থীতা এখনই প্রত্যাহার করবে না যুদ্ধাপরাধে অভিযুক্ত দলটি, বরং এককভাবে নির্বাচনের পক্ষেই মত দিয়েছে মজলিশে সুরা। মূলত: এর মাধ্যমেই বিএনপি-জামাত বিচ্ছেদের শুরু হলো বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। জামাতের সর্বশেষ মজলিশে সুরার (কেন্দ্রিয় কমিটি) বৈঠক অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। বৈঠকে মেয়র নির্বাচন ছাড়াও এককভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে কাজ শুরুর পক্ষে মত প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। জামাতের ঘনিষ্ঠ সূত্র বলছে, অস্তিত্বের প্রয়োজনে ‘দলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাবে জামাত’। মজলিশে সুরায় এমন মনোভাবই প্রকাশ করেছেন জামাত নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান সাংগঠনিক কাঠামোয় জামাত ১০০ থেকে ১২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। জামাতের বর্তমান নেতৃবৃন্দ বলছে, দলের উপর যে জুলুম চলছে , নির্বাচনের মাধ্যমে সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাছাড়া ২০ দলীয় জোটে বিএনপি তাদের গুরুত্বহীন করে রেখেছে বলেও অভিযোগ জামাতের। তবে, বিএনপি বলছে, জামাত এখন সরকারের ইশারায় চলছে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭