ওয়ার্ল্ড ইনসাইড

হজযাত্রীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ


প্রকাশ: 09/07/2022


Thumbnail

সৌদি আরবের সরকার ও রাষ্ট্রপ্রধান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ চলতি বছরের সব হজযাত্রীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে দেশটিতে অবস্থানরত সব হজযাত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাদশাহ বলেন, করোনা মহামারি মোকাবিলায় সৌদি সরকারের ইতিবাচক প্রতিষ্ঠার ফলে চলতি বছর দেশের অভ্যন্তর ও বাইরের ১০ লাখ হজযাত্রী হজ করতে পারছেন।

ভাষণে সৌদি বাদশাহ বলেন, হাজীদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবারের ভাষণে চলতি বছরের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সৌদি সরকারের কর্মকর্তা ও কর্মচারির প্রশংসা করেন বাদশাহ। পাশপাশি সব হজযাত্রীর হজ যেন আল্লাহ কবুল করে নেন— সেজন্য আল্লাহর কাছে প্রার্থনাও করেন তিনি। 

এদিকে, করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ রাখার পর চলতি বছর বিদেশি হজযাত্রীদের জন্য ফের সীমান্ত খুলেছে সৌদি। আজ শনিবার দেশটিতে ঈদুল আজহা পালিত হচ্ছে। এই দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭