ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্বজুড়ে পালিত হচ্ছে ঈদ-উল-আযহা


প্রকাশ: 10/07/2022


Thumbnail

ইসলাম ধর্মাবলম্বীদের বছরব্যাপী নানা উৎসবের মধ্যে, একটি গুরুত্বপূর্ণ উৎসব হল  ঈদ-অল-আযাহ । প্রতি বছর সারা দেশ জুড়ে পালিত হয়  এই ঈদ যা, কোরবানির ঈদ  বা বকরি ঈদ  নামেও পরিচিত।  এই উৎসব মূলত ত্যাগের প্রতীক। 

ইসলাম ধর্মের  সমস্ত উত্‍সব পালিত হয় সাধারনত লুনার বা চান্দ্র ক্যালেন্ডারের উপর নির্ভর করে। সৌর ক্যালেন্ডারের থেকে চান্দ্র ক্যালেন্ডার ১১ দিন ছোট। এ জন্যে প্রতি বছর ঈদের দিন এক হয় না। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, ১২তম ও শেষ মাস অর্থাৎ ধু অল-হিজ্জা  মাসের দশম দিনেই পালিত হয় ঈদ-অল আদাহ। 

বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদ। এবার জেনে নেয়া যাক আজকে (১০ জুলাই) বিশ্বের কোথায় কিভাবে ঈদ পালিত হচ্ছে। 

যুদ্ধ বিধ্বস্ত টিগ্রের লাখ লাখ মানুষ ঘর ছাড়লেও তারই মধ্যে শুরু হয়েছে ঈদের উৎসব।

কাবুলের আলাদিন মসজিদের সামনে নিরাপত্তা সুনিশ্চিত করছে তালেবান প্রশাসন। হাতে বন্দুক নিয়ে তারা প্রস্তুত ছিল যেকোন সহিংসতা প্রতিরোধ করতে।


ইসরায়েলের রাজধানী তেল আবিবে নামাজ ঈদের পড়েছেন মুসলিম মেয়েরা। গাজা স্ট্রিপে ঈদের আনন্দে মেতেছেন সকলে। দিনকয়েক আগে সেখানে গুলিগোলা চললেও ঈদের সময় কিছুদিনের শান্তি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও ইন্দোনেশিয়ার জাকার্তায় কেন্দ্রীয় মসজিদে করোনা স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়ছেন সকলে; নারীরাও অংশ নিয়েছেন।

তুরস্কের সর্বত্র ধুমধাম করে পালিত হচ্ছে ঈদ। ইস্তাম্বুলে আয়া সোফিয়া মসজিদের সামনে নামাজ। 

জার্মানির কোলনের সেন্ট্রাল মস্ক বা মূল মসজিদে হয়েছে ঈদের নামাজ। সোমবারই সেখানে ঈদ পালিত হয়েছে।

অ্যালবেনিয়ার রাজধানী শহর টিরানায় ঈদের নামাজে শুরু হয়েছে সকালেই এবং উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদ। 

ইথিওপিয়ার বাহির দারের একটি স্টেডিয়ামে হয়েছে ঈদের নামাজ। ইথিওপিয়ার অন্য শহরগুলিতেও ঈদের উৎসবে মেতেছেন সকলে। 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭