ইনসাইড গ্রাউন্ড

ওয়ানডে অভিষেক: চোখ ধাঁধানো বোলিং নাসুমের


প্রকাশ: 11/07/2022


Thumbnail

সাকিব আল হাসান দলে থাকলে হয়তো নাসুমের খেলাটাই হতো না। টি-টোয়েন্টিতে নিজেকে অপরিহার্য প্রমাণ করা নাসুম আহমেদের জন্য অবশেষে খুললো ওয়ানডের দরজা।

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের ১৩৮তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যাপ পেয়েছেন এরই মধ্যে ২২টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা বাঁহাতি এই স্পিনার। আর অভিষেকেই চোখ ধাঁধানো বোলিং করে নজর কেড়েছেন তিনি।

অভিষিক্ত নাসুমের হাতেই প্রথম ওভার তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। বাঁহাতি ব্যাটার কাইল মায়ার্সের বিপক্ষে প্রথম ওভারে কোনো রান খরচ করেননি নাসুম। তবে একটি ওয়াইড বল করায় প্রথম ওভারটি মেইডেন পাননি তিনি।

এরপর রীতিমত তিনি চেপে ধরেন ক্যারিবীয় ব্যাটারদের। অবিশ্বাস্য শোনালেও সত্য, নাসুম তার প্রথম ৩২ বলে ৩১টিই দিয়েছেন ডট। যার ফলে একদমই হাত খুলে খেলতে পারেননি স্বাগতিক ব্যাটাররা।

যার ফলে ক্যারিবীয়দের ইনিংসটাও খুব বড় হয়নি। শেষ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে কোনোমতে ৯ উইকেটে ১৪৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের এভাবে আটকে রাখায় বড় অবদান নাসুমের।

৮ ওভার হাত ঘুরিয়ে নাসুম অবশ্য উইকেটের দেখা পাননি। তবে তিনি রান খরচ করেছেন মাত্র ১৬। ৮ ওভারে তিনটিই ছিল মেইডেন। সবমিলিয়ে বলা যায়, অভিষেকটা রাঙিয়েই রাখলেন এই বাঁহাতি। নির্বাচকদের যেন জানিয়ে রাখলেন, সুযোগ দিলে এই ফরম্যাটেও তিনি তুরুপের তাস হতে পারেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭