ইনসাইড গ্রাউন্ড

টানা চতুর্থবার উইম্বলডন জিতলেন জকোভিচ


প্রকাশ: 11/07/2022


Thumbnail

শেষ পর্যন্ত জয় হলো অভিজ্ঞতার। একদিকে ছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচ। অন্যদিকে প্রথমবার কোনো মেজর ইভেন্টের ফাইনাল খেলতে নামা নিক কির্গিয়স।

অভিজ্ঞতার কাছে হার মানলেন কির্গিয়াস। তিন ঘণ্টার লড়াইয়ে অসি তারকাকে হারিয়ে ফের উইম্বলডনের খেতাব জিতলেন জকোভিচ। এ নিয়ে টানা চতুর্থবার ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান কিংবদন্তি।

শুরুটা অবশ্য ভালোই ছিল নিকের। জোকারের কাছ থেকে প্রথম সেট ছিনিয়ে নেন তিনি। তবে শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জয়ী জকোভিচই।

এই নিয়ে মোট ৭ বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। ২০২২ সালের আগে তিনি ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে উইম্বলডনের খেতাব জেতেন। করোনা মহামারির জন্য ২০২০ সালে উইম্বলডন অনুষ্ঠিত হয়নি।

ক্যারিয়ারের ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে জকোভিচ টপকে গেলেন রজার ফেদেরারকে। রজার মোট ২০টি মেজর ট্রফি জিতেছেন। জকোভিচ নিঃশ্বাস ফেলতে শুরু করলেন রাফায়েল নাদালের ঘাড়ে। নাদাল এখন পর্যন্ত সব থেকে বেশি ২২টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি হাতে তুলেছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭