কালার ইনসাইড

ময়মনসিংহে ‘পরাণ’র খবর গরম


প্রকাশ: 11/07/2022


Thumbnail

তরুণ নির্মাতা রায়হান রাফি, যার প্রতিটি চলচ্চিত্র ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এই নির্মাতার  নতুন সিনেমা ‘পরাণ’। ত্রিকোণ প্রেমের গল্পের সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই বেশ আলোচনায় আছে ছবিটি। এমনি অনেকেই টিকিট না পেয়ে হতাশও হয়েছেন।

সিনেমাটির পুরো শুটিং হয়েছে ময়মনসিংহে। তাই সেখানকার দর্শকের মনে ছিল বাড়তি আগ্রহ। ট্রেলার প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা আঁচ করা যাচ্ছিল।

শুটিং লোকেশন এবং দর্শকের চাহিদার কারণে ময়মনসিংহে সিনেমাটির বিশেষ প্রচারণার পরিকল্পনা করেছিলেন সংশ্লিষ্টরা। তাই ঈদের দ্বিতীয় দিনই নয়নাভিরাম এই জেলায় ছুটে যান ‘পরাণ’ টিম।

সোমবার (১১ জুলাই) দুপুরে নগরীর পূরবী সিনেমা হলে হাজির হন নির্মাতা রায়হান রাফি, অভিনেতা শরিফুল রাজ, ইয়াশ রোহান ও নায়িকা বিদ্যা সিনহা মিম। আর তাদের সঙ্গে সিনেমা দেখতে ৩টা বাজার আগেই হাউজফুল হয়ে যায় প্রেক্ষাগৃহ।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘পরাণ’ খুবই সুন্দর একটি গল্পের সিনেমা। যার পুরোটাই শুটিং হয়েছে ময়মনসিংহে। ঈদের দিন ঢাকার সিনেমা হলগুলো ঘুরে দেখেছি, সেগুলোতে প্রচুর দর্শক হয়েছে। আজ পর্যন্ত সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে। আর আজকে ময়মনসিংহে এসে এত দর্শক দেখে আমি খুবই খুশি।

মিন্নির সাথে ছবিতে আপনার চরিত্রটি অনেকেই তুলনা করছেন। বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এমন প্রশ্নের জবাবে মিম বলেন, এখানে কারও সাথে আমার চরিত্রের কোন মিল নেই। আমাদের চারপাশের বাস্তব কিছু বাস্তব ঘটনা থেকে চরিত্রটি নেয়া হয়েছে। আসলে ছবিটি দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে।

এদিকে বেশ উচ্ছ্বসিত কণ্ঠেই পূরবী হলের ব্যবস্থাপক শেখ মাসুম বলেন, আমরা অনেক খুশি, দীর্ঘদিন পর এমন দর্শক দেখে। এই সিনেমার সুবাদে আমরা মিম-রাজদেরও হলে পেয়েছি। করোনার পর থেকে আমাদের ব্যবসা খুবই খারাপ যাচ্ছিল। আমরা হল বন্ধ করে দেয়ার পরিকল্পনাও করছিলাম। কিন্তু এই সিনেমা আবারো আমাদের আশা জাগিয়েছে। এমন সিনেমা তৈরি হলে আমরা হল মালিকরা বাঁচবো। দর্শক আবারও হলে ফিরবে।

হল মালিক জানালেন, তিন বছর পর এই ‘পরাণ’-এ হাউজফুল দর্শক পেয়েছেন। এভাবে কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা পেলে হলগুলো বাঁচানো যাবে। ওনার মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে আমাদের খুবই ভাল লাগছে। কারণ এই ছবিটার জন্য আমরা অনেক কষ্ট করেছি।

অন্যদিকে সিনেমা দেখতে আসা দর্শকরা জানান, সিনেমায় বেশ টুইস্ট আছে। নির্মাতা রাফির 'পোড়া মন টু' ছাড়িয়ে গিয়েছে এটি। পাশাপাশি রাজের অভিনয় বেশ সাবলীল ছিলো।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭