ওয়ার্ল্ড ইনসাইড

পুতিন - এরদোগান ফোনালাপ


প্রকাশ: 12/07/2022


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন। সোমবার দুই প্রেসিডেন্ট টেলিফোনে আলাপের পর ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।

পুতিনকে এরদোগান বলেন, ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে নিরাপদ খাদ্যশস্য পরিবহনে জাতিসংঘের পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত। আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হওয়া উচিত বলেও মত প্রদান করেন তিনি। তুরস্ক শান্তি আলোচনায় অবদান রাখতে প্রস্তুত বলেও প্রস্তাব দেন এরদোগান।

দুই নেতা সিরিয়া নিয়ে কথা বলেছেন। সিরিয়ায় রাশিয়া এবং তুরস্ক উভয় দেশের সেনা মোতায়েন রয়েছে। এরদোগানের সঙ্গে আলোচনায় কৃষ্ণসাগরে নিরাপদে জাহাজ চলাচল সমন্বয় ও বিশ্বে খাদ্যশস্য পরিবহনের বিষয় ছিল।

এদিকে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পুতিনের সঙ্গে টেলিফোন কলে সিরিয়ার আন্তঃসীমানায় সহযোগিতা প্রদানের ওপর জোর দেন। 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭