কালার ইনসাইড

‘বাফটা’ পুরস্কার মনোনয়নের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/01/2018


Thumbnail

সেরা চলচ্চিত্র ও অভিনয়শিল্পী বাছাইয়ের জন্য ১৯৪৮ সালে শুরু হয় ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস(বাফটা) পুরস্কার। ব্রিটিশ ও আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভিন্ন শাখায় সেরাদের নির্বাচিত করে বাফটা। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়েল আলবার্ট হলে এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর অনুষ্ঠিত হবে। ৭১তম এই আসরে চলচ্চিত্রের মোট ২৫টি শাখায় এই পুরস্কার দেয়া হবে। ২৫টি শাখার মধ্যে ১৫টি শাখায় মনোনয়নের খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে। দেখা যাক কারা থাকছে মনোনয়নের তালিকায়।

সেরা চলচ্চিত্র

সবচেয়ে বেশী শাখায় পুরস্কারে মনোনীত হয়েছে গুইল্লারমো দেল তরো পরিচালিত ছবি ‘দ্যা শেইফ অফ ওয়াটার’। গোল্ডেন গ্লোব বিজয়ী ম্যাক্সিকান পরিচালকের এই ছবি মোট ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে। মোট ৯টি শাখায় মনোনয়ন পেয়েছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং; মিসৌরি’ ও ‘ডারকেস্ট আওয়ার’ চলচ্চিত্র। এছাড়া ‘কল মি বাই ইয়োর নেম’ ও ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’ সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে।

সেরা পরিচালক

ইতোমধ্যে সেরা পরিচালকের তালিকা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। কারণ গোল্ডেন গ্লোবের মত বাফটাতেও কোন নারী পরিচালকের ঠাঁই হয়নি। তালিকায় পুরুষ পরিচালকের মধ্যে রয়েছেন-

  • ডেনিশ ভিলেনেভ (ব্লেড রানার ২০৪৯)
  • লুকা গডানিনো (কল মি বাই ইয়োর নেম)
  • ক্রিস্টোফার নোলান (ডানকার্ক)
  • গুইলারমো দেল তরো (দ্যা শেইফ অফ ওয়াটার)
  • মার্টিন ম্যাকডোনা (থ্রী বিলবোর্ড আউটসাইড ইবিং;মিসৌরি)

সেরা অভিনেতা

  • ড্যানিয়েল ডে লুইস (ফ্যান্টম থ্রেড)
  • ড্যানিয়েল কালুইয়া (গেট আউট)
  • গ্রে ওল্ডম্যান (ডারকেস্ট আওয়ার)
  • জ্যামি বেল (ফিল্মস্টার্স ডোন্ট ডাই ইন লিভারপুল)
  • টিমদি চ্যালামেট (কল মি বাই ইয়োর নেম)

সেরা পার্শ্ব অভিনেতা

  • ক্রিস্টোফার প্লাম্মার (অল দ্যা মানি ইন দ্যা ওয়ার্ল্ড)
  • হাগ গ্র্যান্ট (প্যাডিংটন ২)
  • স্যাম রকওয়েল (থ্রী বিলবোর্ডস অউটসাইড অফ এবিং;মিসৌরি)
  • ওয়াইলেম ডেঁফো (দ্যা ফ্লোরিডা প্রজেক্ট)
  • উডী হ্যারেলসন (থ্রী বিলবোর্ডস আউটসাইড অফ এবিং; মিসৌরি)

সেরা অভিনেত্রী

  • অ্যানিতি বেনিং (ফিল্মস্টার্স ডোন্ট ডাই ইন লিভারপুল)
  • ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (থ্রী বিলবোর্ডস আউটসাইড এবিং;মিশৌরি)
  • মার্গট রবিই (আই টনিয়া)
  • শ্যালি হকিন্স (দ্যা শেইফ অফ ওয়াটার)
  • সাওয়ারসি রনান (লেডি বার্ড)

সেরা পার্শ্ব অভিনেত্রী

  • অ্যালিসন জেনি (আই টনিয়া)
  • ক্রিস্টিন স্কট থমাস (ডার্কেস্ট আওয়ার)
  • লৌরি মেটকাফ (লেডি বার্ড)
  • লেসলি ম্যানভিলে (ফ্যান্টম থ্রেড)
  • অক্টাভিয়া স্পেন্সার (দ্যা শেইফ অফ ওয়াটার)

সেরা ব্রিটিশ চলচ্চিত্র

  • ডার্কেস্ট আওয়ার
  • দ্যা ডেথ অফ স্ট্যালিন
  • গডস ওউন কান্ট্রি
  • লেডি ম্যাকবেথ
  • প্যাডিংটন ২
  • থ্রী বিলবোর্ডস আউটসাইড অফ এবিং;মিসৌরি

অন্য ভাষার সেরা চলচ্চিত্র

  • এলে
  • ফার্স্ট দে কিলড মাই ফাদার
  • দ্যা হ্যান্ডমেইডেন
  • লাভলেস
  • দ্যা সেলসম্যান

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র

  • কোকো
  • লাভিং ভিন্সেন্ট
  • মাই লাইফ অ্যাজ এ কোরজ্যাট

সেরা তথ্যচিত্র

  • সিটি অফ গোস্ট
  • আই এম নট ইয়োর নিগ্রো
  • আই ক্যারাস
  • অ্যান ইনকনভেনিইয়েন্ট সিকোয়েল
  • জেইন

সেরা সিনেমাটোগ্রাফি

  • ব্লেড রানার ২০৪৯ (রজার ডেকিন্স)
  • ডারকেস্ট আওয়ার (ব্রুনো ডেলবনেল)
  • ডানকির্ক (হয়েট ভ্যান হয়টেমা)
  • দ্যা শেইফ অফ ওয়াটার (ড্যান লৌটসেন)
  • থ্রী বিলবোর্ডস দ্যা আউটসাইড অফ এবিং;মিসৌরি (বেন ডেভিস)

 

বাংলা ইনসাইডার/ এইচপি/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭