ইনসাইড গ্রাউন্ড

ওয়ানডেতে হচ্ছে টি-টোয়েন্টিতে কেন হচ্ছে না?


প্রকাশ: 14/07/2022


Thumbnail

গায়ানার প্রভিডেন্স পার্ক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আর সেই সাথে তিন ম্যচের দুই ম্যাচ জয়ে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এক দাপুটে সিরিজ জয় করেছে তামিম বাহিনী। সেই সাথে রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত বাংলাদেশ। এ সময়ের মধ্যে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১০টি ওয়ানডে ম্যাচ জিতেছে টাইগাররা। এই নিয়ে টানা পঞ্চম সিরিজ জিতল অধিনায়ক তামিম। সে সঙ্গে বাংলাদেশ দল জিতেছে নিজেদের ৩১তম ওয়ানডে সিরিজ। টাইগারদের সিরিজ নির্ধারণী ম্যাচটির শুরুতে বোলারদের দারুণ বোলিং। স্পিনাররা উইকেট নিলেন নিয়মিত বিরতিতে। এতে স্বাগতিকরা গুটিয়ে যায় অল্প রানে। ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের দেখেশুনে খেলা, ধীরস্থির ব্যাটিং সহজেই জয় বয়ে আনে। এই জয়ে যেমন উল্লসিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা তেমনি কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসে। সেটি হলো ওয়ানডেতে হচ্ছে টি-টোয়েন্টিতে কেন হচ্ছে না?

ক্রিকেট বিশ্লেষকদের মতে, ওয়ানডে ফরমেটে বাংলাদেশ বরাবর ভালো এটা সবারই জানা। বিশেষ করে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জয়ের এই ধারা শুরু করে গেছেন এবং সেই ধারাবাহিকতা রেখে চলেছেন তামিম ইকবাল খান। কিন্তু টি-টোয়েন্টি ফরমেটে বাংলাদেশের অবস্থা একদম লেজেগোবরে। সব সময়ই বলা হয়ে থাকে টি-টোয়েন্টি পাওয়ার হিটের খেলা। বাংলাদেশ দলে পাওয়ার হিটারের অভাব রয়েছে। কিন্তু বাংলাদেশ দলে পাওয়ার হিট খেলার মতো খেলোয়াড় নেই এমন তো নয়। ওয়ানডে ফরমেটে তো একদিনে বাংলাদেশ উন্নতি করতে পারে নি। দিনের পর দিন এই জয়ের অভ্যাস তৈরি করতে হয়েছে। এই কারণে বাংলাদেশ এখন যেকোনো দলের বিপক্ষে মাঠে নামে জেতার জন্য। কিন্তু টি-টোয়েন্টি ফরমেটে বাংলাদেশ মাঠেই নামে যেনো হারার জন্য। বাংলাদেশ দলে টি-টোয়েন্টি ফরমেটেও এই ওয়ানডে ফরমেটের বেশিরভাগ খেলোয়াড়ই খেলেন। তাহলে টি-টোয়েন্টির জন্য তাদের সঠিকভাবে ব্যাটিং শেখানো হচ্ছে না বলেই মনে হয়। নইলে ব্যাটিং ব্যার্থতার বিত্ত ভাঙবে না কেনো? 

ওয়ানডে ফরমেটে তামিম ইকবাল খান নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন যেনো দেশ আরও উপরে যায়। সিরিজ জয় নিশ্চিত করার পর এবার বেঞ্চের শক্তি ঘেঁটে দেখতে চান অধিনায়ক তামিম ইকবাল, প্রয়োজনে নিজে থাকবেন একাদশের বাইরে। সিরিজ জয় নিশ্চিতের পর তামিম বলছিলেন, ‘আমার কাছে মনে হয় এখন আমাদের সময় এসেছে বেঞ্চের শক্তি দেখার। যখন পয়েন্টসের খেলা হয়, তখন সুযোগ থাকে না কিন্তু এখন যখন একটা সিরিজে ২-০ তে এগিয়ে, তখন যারা খেলেনি বা দীর্ঘদিন ধরে আমরা যাদের নিয়ে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এটার জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয় তবুও ঠিক আছে। এই জায়গায় যদি আমরা বেঞ্চের শক্তিগুলো না দেখি তাহলে দেখব কখন?’

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, ওয়ানডে ফরমেটে তামিম ইকবাল খান যেভাবে চেষ্টা করছেন, বিশেষ করে বিভিন্ন খেলোয়াড়কে বাজিয়ে দেখার যে চেষ্টা সেটা টি-টোয়েন্টি ফরমেটেও করা যেতে পারে। তাহলে হয়তো আরও নতুন কিছু খেলোয়াড় বের হয়ে আসবে। আমাদের টি-টোয়েন্টি ফরমেটের পাওয়ার হিটিং এর যে সমস্যা সেখান থেকেও মুক্তি পাওয়া যাবে এবং টি-টোয়েন্টি ফরমেটেও বাংলাদেশ একসময় ভালো করবে। তবে মাশরাফি বিন মর্তুজা যে কথাটি বলেছিলেন যে, এটি রাতারাতি করা সম্ভব নয়, সময় দিলে ধীরে ধীরে হয়ে যাবে। এখন সেই সময় দিয়ে আমাদের সর্বচ্চো চেষ্টা করে যেতে হবে। তাহলেই ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ভালো করবে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭