ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কার সংকটের জন্য রাশিয়া দায়ী: জেলেনস্কি


প্রকাশ: 14/07/2022


Thumbnail

শ্রীলঙ্কায় চলমান সংকটের জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে বিশ্বের খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থা অচল করে দিয়েছে। এতে করে শুধু শ্রীলঙ্কা নয়, সারা বিশ্বে অস্থিরতা চলছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ার দেশগুলোর নেতাদের নিয়ে ‘এশিয়ান লিডারশিপ কনফারেন্সে’ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি এমন মন্তব্য করেন।

তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেন আগ্রাসনের জন্য যে কৌশলগুলো ব্যবহার করেছে, তার মধ্যে একটি ‘অর্থনৈতিক অস্থিতিশীলতা’ তৈরি করা। চলমান সংকট ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে দেশে দেশে খাদ্য ও জ্বালানিসংকট দেখা দিয়েছে। তৈরি হয়েছে অস্থিরতা। এদিকে রাশিয়া এই অস্থিরতার ফায়দা নিচ্ছে।

জেলেনস্কি আরও বলেন, "এটা শুধু আমাদের জন্য উদ্বেগের নয়। উদাহরণ হিসেবে শ্রীলঙ্কার ঘটনা দেখুন। হঠাৎ জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে সেখানে সামাজিক বিস্ফোরণ হয়েছে। এর শেষ কোথায় কেউ জানে না। সবাই জানেন, জ্বালানি ও খাদ্যসংকটে পড়া অন্য দেশগুলোতেও এমন বিস্ফোরণ ঘটার ঝুঁকি তৈরি হয়েছে।"


সূত্র: ডেইলি মিরর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭