ওয়ার্ল্ড ইনসাইড

গোতাবায়াকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি: সিঙ্গাপুর


প্রকাশ: 14/07/2022


Thumbnail

সিঙ্গাপুরে গোতাবায়া রাজাপাকসের প্রবেশ ‘ব্যক্তিগত’ উল্লেখ করে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে রাজাপাকসের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে তার রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করা হয়নি। গোতাবায়া রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) চাননি বলে জানায় সিঙ্গাপুর। 

এদিকে অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট রাজনৈতিক অস্তিরতার মধ্যে দেশ থেকে পালিয়ে মালদ্বীপ যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেখান থেকে বৃহস্পতিবার তিনি সৌদি আরবের একটি বিমানে সিঙ্গাপুর গেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ৭টা ১৭ মিনিটে সিঙ্গাপুর পৌঁছেছেন গোতাবায়া রাজাপাকসে।

খবরে দাবি করা হয়েছে, সিঙ্গাপুরে রাজপাকসে শুধুমাত্র ট্রানজিটের জন্য থাকবেন। আগামীকাল তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭