টেক ইনসাইড

তিনঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হলো টুইটার


প্রকাশ: 15/07/2022


Thumbnail

বিশ্বব্যাপী ডাউন হয়ে পড়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। বৃহস্পতিবার (১৪ জুলাই) সবচেয়ে দীর্ঘ সময় ধরে টুইটারে প্রবেশ করতে পারেনি এর ব্যবহারকারীরা। 

সাইট বিভ্রাট ট্র্যাক করা সাইট downdetector.com বলছে, প্রায় তিন ঘণ্টা ধরে টুইটারে ৫০ হাজার ব্যবহারকারী প্রবেশ করতে পারেনি। টুইটারে বিভ্রাটের ঘটনা এমন এক সময় ঘটল যখন টেসলার প্রধান ইলন মাস্ক টুইটার ক্রয়ের চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। 

এদিকে টুইটার কেনার চুক্তি থেকে বের হয়ে আসায় ইলন মাস্কের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। 

অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে বিশ্বব্যাপী টুইটারে এমন গোলযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে টুইট কর্তৃপক্ষ। এ বছর ফেব্রুয়ারিতেও একই সমস্যায় পড়ে টুইটার। 

বিশ্বব্যাপী টুইটারে সমস্যা দেখা দেয়ায় এর শেয়ারেও দামেও পতন দেখা যায়।

সূত্র: রয়টার্স 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭