ইনসাইড এডুকেশন

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১২ আগস্ট


প্রকাশ: 15/07/2022


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে।

শুক্রবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যান্য বছরের মতো এবারও বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১২ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট (শুক্রবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট (শুক্রবার) বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শুক্রবার (১৫ জুলাই) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd/) থেকে জানতে পারবেন ৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭