ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ


প্রকাশ: 15/07/2022


Thumbnail

লক্ষ্মীপুরে চিকিৎসকের অবহেলায় অনাগত সন্তানসহ এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে শহরের উপশম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রসূতির স্বজনরা চিকিৎসকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও ওই হাসপাতালটিতে এধরনের একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

নিহতের বাড়ী রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের বাবুর হাট এলাকায়। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিজার করানোর জন্য উপশম হাসপাতালে ২৫ বছর বয়সী মুক্তা আক্তারকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পরে ডা. শংকর কুমার বসাক তাকে একটি ইনজেকশন পুশ করার পরপরই মুক্তা তার অনাগত গর্ভের সন্তানসহ মারা যান। অজ্ঞান করার ইনজেকশন এর মেয়াদ ছিলো না বলে অভিযোগ স্বজনদের। এতে প্রসূতি এবং তার গর্ভে থাকা সন্তান দুইজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে অনেক গড়িমসির পর জানানো হয় গর্ভের সন্তানসহ মা মারা যান।

এ ব্যাপারে ডা. শংকর কুমার বসাক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ইনজেকশন দেয়ার ঘটনা অস্বীকার করেন।

রাতে শহর ফাঁড়ির এস আই তদন্ত কর্মকর্তা আব্দুল মতিন লাশের সুরতহাল রিপোর্ট করতে দেখা গেছে। এ ব্যাপারে পুলিশ জানায় কেউ অভিযোগ দিলে তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭