ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ-নামিবিয়ার ম্যাচে বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2018


Thumbnail

নিউজিল্যান্ডের মাটিতে আগামীকাল শনিবার ভোরে পর্দা উঠবে অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরের। উদ্বোধনী দিনে মাঠে নামছে বড় স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডে যাওয়া জুনিয়র টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে সাইফ হাসানদের প্রতিপক্ষ নামিবিয়া।

কিন্তু এই ম্যাচের আগে টাইগারদের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা পন্ড হয়ে গেলে দুর্বল নামিবিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হবে সাইফ-আফিফদের। এতে ক্ষতিটা বাংলাদেশেরই হবে, কেনোনা এই ম্যাচে পূর্ণ পয়েন্টের জন্যই তৈরি যুবারা। বৃষ্টির কারণে ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন করতে পারেনি ছোট টাইগাররা। ইনডোরে সারতে হয়েছে প্র্যাকটিস। তাই প্রতিপক্ষের থেকে বড় হুমকি এখন আবহাওয়া।

উদ্বোধনী দিনে বাংলাদেশ-নামিবিয়া সহ মাঠে নামছে মোট আটটি দল। স্বাগতিক নিউজিল্যান্ড খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দিনের অন্য দুই ম্যাচে লড়বে আফগানিস্তান-পাকিস্তান ও জিম্বাবুয়ে-পাপুয়া নিউ গিনি। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। বাকী অন্য তিনটি খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৩টা ৩০ মিনিটে।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭