ইনসাইড গ্রাউন্ড

যেভাবে দেখা যাবে যুব বিশ্বকাপের ম্যাচ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2018


Thumbnail

নিউজিল্যান্ডের মাটিতে আগামীকাল (শনিবার) ভর থেকে শুরু হবে যুব ক্রিকেটের সর্বোচ্চ আসর আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আসরে সব মিলিয়ে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২০টি ম্যাচ দেখা যাবে টেলিভিশনে। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বে ম্যাচটিও রয়েছে এর মধ্যে।

আইসিসির গ্লোবাল মিডিয়া রাইটস পার্টনার স্টার স্পোর্টস ম্যাচ গুলো সম্প্রচার করবে। নকআউট পর্বের প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্প্রচার হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি।

তবে টিকিট ছাড়াই সরাসরি দেখা যাবে যুব বিশ্বকাপের সবগুলো ম্যাচ। মাঠে বসে খেলা উপভোগ করতে কোনো টাকা লাগবে না দর্শকদের। এই টুর্নামেন্টে সৌরভ গাঙ্গুলী, টম মুডি ও ইয়ান বিশপদের মতো সাবেক গ্রেট ক্রিকেটাররা ধারাভাষ্য দিবেন।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর


 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭