ইনসাইড বাংলাদেশ

সমন্বিত ব্যাংকে অংশ নিতে ব্যর্থদের পরীক্ষা ২০ জানুয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2018


Thumbnail

সমন্বিত ব্যাংকের পরীক্ষায় অংশ নিতে না পারায় আট হাজার শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী ২০ জানুয়ারী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ব্যাংকার্স সিলেকশন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য শুক্রবার (১২ জানুয়ারি) সমন্বিত এই ব্যাংকের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে হাইকোর্টের দেওয়া এক আদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষার একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার (১১ জানুয়ারী) এই পরীক্ষা হতে কোন বাঁধো নেই বলে হাইকোর্ট থেকে জানানো হয়।

এডমিট কার্ড তুলতে ব্যর্থ হওয়ায়  প্রায় আট হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ কারণে আলাদা করে তাদের পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে।

বাংলা ইনসাইডার/এমএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭