ইনসাইড বাংলাদেশ

সংবিধান অনুযায়ী বছরের শেষে নির্বাচন হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী ২০১৮ সালের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানেই বলা হয়েছে কীভাবে নির্বাচন হবে।

শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবেই স্বীকৃত। ২০১৪ সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই দেশে উন্নয়নের ধারা বজায় রাখতে পেরেছি। দেশের মানুষ উন্নত জীবন পাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি দেশজুড়ে সন্ত্রাস চালিয়েছে। পাঁচশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিএনপির সন্ত্রাস থেকে রেহাই পায়নি গাছপালা গবাদি পশু।

সরকারের চার বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন ১২ জানুয়ারি। সে হিসেবে শুক্রবার আওয়ামী জোট সরকার তাদের চার বছর পূর্ণ করেছে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭