ইনসাইড টক

'আগের ভ্যারিয়েন্টগুলোর মতো বিএ.৫ ও ছড়ানোর সম্ভাবনা থেকেই যায়'


প্রকাশ: 18/07/2022


Thumbnail

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান করোনাভাইরাসের যে নতুন বিএ পয়েন্ট ফাইভ (বিএ.৫) সাব-ভ্যারিয়েন্টের কথা বলেছেন তা আমাদের দেশে নতুন করে কোনো ঢেউ তৈরি করবে কিনা সেটা আসলে বলা মুসকিল। তবে এর আগের ভ্যারিয়েন্টগুলো যেহেতু বিশ্বব্যাপী ছড়িয়েছিল সেজন্য একটা সম্ভাবনা থেকেই যায়। এ কারণে আামদের সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।

সাম্প্রতিক সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান এক টুইটবার্তায় করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ পয়েন্ট ফাইভ (বিএ.৫) এর কথা জানিয়েছেন। এ বিষয়ে ডব্লিউএইচওর সদস্য রাষ্ট্রগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন অধ্যাপক ড. মো. শারফুদ্দিন আহমেদ। পাঠকদের জন্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক শান্ত সিংহ।

অধ্যাপক ড. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ এখন মাস্ক ব্যবহার করতে এক অর্থে ভুলে গেছেন। অধিকাংশ মানুষই মাস্ক ব্যবহার করছেন না। কিন্তু করোনার সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়ই হলো সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করা। মাস্ক ব্যবহার এবং স্বাস্থবিধি যথার্থভাবে মেনে চললেই আমরা করোনাকে প্রতিরোধ করতে পারবো। দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। জোর করে হলেও মানুষকে মাস্ক ব্যবহার করাতে হবে। মাস্ক ব্যবহার করা ছাড়া বিকল্প কোনো সতর্কতা নেই।

প্রথম ডোজ টিকা এখনও পাননি, এরকম লোকের সংখ্যা কম জানিয়ে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রথম ডোজ টিকা পাননি, এরকম লোকের সংখ্যা বেশি না। যারা পায়নি তাদের নিয়ে নিতে হবে। আমাদের টিকা নিয়ে কোনো ঘাটতি নেই। প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ পেরিয়ে আমরা এখন বুস্টার ডোজ দিচ্ছি। ফলে মোদ্দা কথা যারা মোটেই এখন পর্যন্ত নেননি, তাদের নিতেই হবে।

তিনি বলেন, আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা। জনসমাগম এড়িয়ে চলা। যারা টিকা এখনও নেয়নি, তাদের টিকা নিয়ে নেওয়া। এগুলোই আমাদের বেশি বেশি করে মানতে হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭