ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চার বিচারপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/01/2018


Thumbnail

ভারতীয় সুপ্রিম কোর্টের চার প্রবীণ বিচারপতি দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকে দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন। বিচারবিভাগের ভিতরে অনিয়ম নিয়েও মুখ খুলেছেন চার বিচারপতি।

শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করেন, সুপ্রিম কোর্টের চার বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি কুরিয়েন জোসেফ, বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি মদন লোকুর। এররা চারজনই প্রধান বিচারপতির নিজের যে পাঁচ সদস্যের বেঞ্চ তার সদস্য।

চার বিচারপতির অভিযোগ, সুপ্রিম কোর্টের প্রশাসন সঠিক ভাবে চলছে না। কোনো নিয়ম না মেনেই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল মামলাগুলো জুনিয়র বিচারপতিদের দেওয়া হচ্ছে। অভিযোগগুলো তুলে ধরে দু’মাস আগে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছিল।তবে কোনো সুরাহা হয়নি।

ভারতের সুপ্রিম কোর্টে কোনো মামলার দায়িত্ব কার বা কাদের এজলাসে যাবে এটা ঠিক করেন প্রধান বিচারপতি। এই মামলা বণ্টন নিয়েই গুরুতর অভিযোগ চার বিচারপতি।

প্রধান বিচারপতির বিরুদ্দে চার বিচারপতি মুখ খুললেও সরাসরি তাঁর ইমপিচমেন্টের কোনো দাবি তাঁরা তোলেননি। বরং তাদের মত হলো, দেশই ঠিক করুক প্রধান বিচারপতিকে ‘ইমপিচ’ করা উচিত কিনা।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭