ইনসাইড বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইবিসিসিআই নেতাদের সাক্ষাৎ


প্রকাশ: 19/07/2022


Thumbnail

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সোমবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

প্রতিনিধি দলে ছিলেন আইবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সহ সভাপতি শোয়েব চৌধুরী ও রানার গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী দ্বীন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রসেসিং ও ইমিগ্রেশন ব্যবস্থা সহজতর করার অনুরোধ জানান। এছাড়া স্থল বন্দরসমূহে স্বল্প সময়ে পণ্য পরিবহন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুদেশের বাণিজ্য বিষয়ে আইবিসিসিআই নেতৃবৃন্দের পরামর্শগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের। মহান মুক্তিযুদ্ধে ভারতের সব রকম সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭