ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশ: 20/07/2022


Thumbnail

লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাংচুর ও কর্মীদেরকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন জাবেদ চৌধুরীর বিরুদ্ধে।

বুধবার (২০ জুলাই) দুপুরে শহরের একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন এ দাবি করেন।

আলতাফ হোসেন জানান, আগামী বুধবার (২৭ জুলাই) লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন জাবেদ চৌধুরী ততই বেপরোয়া হয়ে উঠছে।

মোটরসাইকেল মহড়া দিয়ে প্রতিনিয়ত ভোটারদের ভয়ভীতি দেখানো, কেন্দ্র দখলের হুমকি, নগদ টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করে আলতাফ হোসেন আরও জানান, বিগত নির্বাচনেও তিনি প্রার্থী হয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। এবার তৃণমূলের নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে আবারো তিনি প্রার্থী হন। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

এ সময় প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের কড়া নজরদারি দাবি করেন এই প্রার্থী। 

এর আগে, তিনি প্রধান নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন বলে জানান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭