ইনসাইড বাংলাদেশ

মেয়র প্রার্থী: নাটকীয় সিদ্ধান্ত নিচ্ছে আ. লীগ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/01/2018


Thumbnail

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদপ্রার্থী নির্ধারণে নাটকীয় সিদ্ধান্ত নিতে পারে আওয়ামী লীগ। প্রাথমিক ভাবে গার্মেন্টস ব্যবসায়ী মো. আতিকুল ইসলামকে প্রার্থী করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ক্ষমতাসীন দলটি। এর পরিপ্রেক্ষিতে আতিককে মেয়র নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্যও বলা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের উদ্যোগে পরিচালিত অন্তত তিনটি জরিপে দেখা গেছে, মো: আতিকুল ইসলামের জয়ী হবার কোন সম্ভাবনা নেই।

তিনটি ভিন্ন ভিন্ন সংস্থা কর্তৃক পরিচালিত জরিপে দেখা গেছে অধিকাংশ ভোটার আতিকুল ইসলামকে চেনেই না। আনিসুল হকের যেমন ইমেজ ছিল এবং পরিচিতি ছিল, বিজেএমইএর সাবেক সভাপতির তেমনটি নেই। তিনটি সংস্থাই গোপন প্রতিবেদনে, প্রার্থী পরিবর্তনের সুপারিশ করেছে। আগামী ১৬ জানুয়ারি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মেয়র প্রার্থী চুড়ান্ত করা হবে।

জরিপ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলা ইনসাইডারকে বলেছেন ‘আমাদের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। দলীয় ভাবে ভালো প্রার্থী না পেলে আমরা অন্য কাউকে সমর্থন দিতে পারি।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭