ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন দীনেশ


প্রকাশ: 22/07/2022


Thumbnail

শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন- তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দীনেশ গুনবর্ধনেকে বেছে নিতে পারেন দেশটির বর্তমান ও নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

দীনেশ শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, যতক্ষণ না বিরোধী দলগুলো সরকারকে সহযোগিতায় রাজি হচ্ছে ততক্ষণ পুরনো মন্ত্রিসভা নিয়েই তিনি কাজ চালাবেন। এরই মধ্যে বিক্রমাসিংহে দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে সরকারে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীদলগুলো এখনও এ ব্যাপারে কোনও আগ্রহ দেখায়নি।

বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা বৃহস্পতিবার অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিক্রমাসিংহের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরে তিনি টুইটে করে জানান পার্লামেন্টে ঐকমত্য হওয়াই সবচেয়ে জরুরি। 

তিনি লেখেন, “রাজনৈতিক সুযোগসন্ধানীদের মন্ত্রিত্ব বিলি করার চেয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছনোটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।” 


সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭