ইনসাইড ট্রেড

দাম কমেছে সবজির, অপরিবর্তিত মাংসের


প্রকাশ: 22/07/2022


Thumbnail

গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা কমেছে। এতে অনেকেটা স্বস্তি পেয়েছেন ক্রেতা সাধারণ।  তবে বাজারে মুরগি, গরু ও ছাগলের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকালে রাজধানীর মতিঝিল কলোনী বাজার, শান্তিনগর ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে বাজারের এ চিত্র উঠে এসেছে।

বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। এক সপ্তাহ আগে কেজি ছিল ৫০-৭০ টাকা।

লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি। টমেটো দাম কমে বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা। এক সপ্তাহ আগে টমেটোর কেজি ছিল ১৩০ থেকে ১৪০ টাকা।  

পেঁপের দাম কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। গত সপ্তাহে পেঁপে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছিল।

করলা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৬০ টাকা, চাল কুমড়া প্রতিপিস ৫০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ৮০ টাকা ও ধুন্দল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। শুকনা মরিচের কেজি ৪০০ টাকা।  

মতিঝিল কলোনী বাজারের সবজি বিক্রেতা আকবর হোসেন বলেন, সবজির দাম কমেছে।  

এছাড়া কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানান এ বিক্রেতা।  

এসব বাজারে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর একটু ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। যা আগের দামেই বিক্রি হচ্ছে।  

বাজারে দেশি রসুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা ও চায়না রসুন ১৪০ থেকে ১৪৫ টাকা। আদার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।  

বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। এছাড়া প্যাকেট চিনির কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়া এসব বাজারে দেশি মসুরের ডালের কেজি ১৩০ থেকে ১৪০ টাকা ও ইন্ডিয়ান মসুরের ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়।  

প্যাকেট আটার কেজি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।  

এসব বাজারে লাল ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা, হাঁসের ডিম ১৯০-১৯৫ ও দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০-১৯০।  

বাজারে মুরগি, গরু ও ছাগলের মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংসের কেজি ৭০০ টাকা, খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।

এসব বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগির কেজি ২৫০ থেকে ২৬০ টাকা ও লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।  

শান্তিনগর বাজারের মুরগি বিক্রেতা বাবুল হাওলাদার বলেন, মুরগির দাম বাড়েনি।  আগের দামেই মুরগি বিক্রি হচ্ছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭