ওয়ার্ল্ড ইনসাইড

রনিলের শপথ অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট


প্রকাশ: 22/07/2022


Thumbnail

চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট শপথ নেন তিনি।

কিন্তু শুরুতেই বিপত্তি। শপথ গ্রহণের জন্যে পার্লামেন্ট কক্ষের লাল কার্পেটে পা রাখতেই আচমকা বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। এমনিতে এমন ঘটলে মিনিট দু’য়েকের মধ্যে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ ফের চালু করা হয়।

সরকারি সূত্রের খবর, এ দিন প্রায় ১০ মিনিট পরে বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। ফলে শপথ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো যায়নি। কথা ছিল, রাষ্ট্রায়ত্ত ‘রূপবাহিনী’ চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। সেখান থেকে অন্যান্য চ্যানেলে দেখানো হবে গোটা অনুষ্ঠান। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে এ দিন পুরো পরিকল্পনাই বাতিল হয়ে যায়। এই ঘটনায় ফৌজদারি অপরাধ সংক্রান্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষও করতে ছাড়েননি রনিল-বিরোধীরা। তাদের অনেকের মতে, এর মধ্য দিয়ে দেশজুড়ে চলতে থাকা বিদ্যুৎ সংকটের ছবিটাই প্রকট হয়েছে। আবার অনেকের কটাক্ষ, আগামী দিনে রনিল জামানা যে কঠিন হতে চলেছে, এ দিনের ঘটনাটি হয়তো তারই আভাস দিচ্ছে। এটি সাধারণ যান্ত্রিক ত্রুটি নাকি পরিকল্পিত কিছু, তা তদন্তের রিপোর্ট না-আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭