ইনসাইড বাংলাদেশ

আবার ড্রাইভিং সিটে আমলারা


প্রকাশ: 22/07/2022


Thumbnail

ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার আমলা নির্ভর সমাধানের পথেই হাটছে। আমলাদেরকে আবার ড্রাইভিং সিটে বসানো হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সংকট এবং কৃচ্ছ্বতা সাধন বাস্তবায়নের লক্ষ্যে আমলারা আবার লাইম লাইটে এসেছেন। এখন রাজনীতিবিদরা অনেকটা সাইট লাইনে এবং সরকার রাজনৈতিক পথে সমাধানে না গিয়ে আশু সংকট সমাধানে আমলা নির্ভর সমাধানের দিকেই এগোতে চাচ্ছে বলেই বিশ্লেষকরা মনে করছেন। গত বধুবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের নেতৃত্বে সাত আমলার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে প্রধানমন্ত্রীর সচিবও উপস্থিত ছিলেন। এই বৈঠকে সরকারের ব্যয় হ্রাস, কৃচ্ছ্বতা সাধনসহ বিভিন্ন বিষয় নিয়ে আট দফা সুপারিশ করা হয়। যদিও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যে কৃচ্ছ্বতা সাধনের কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে তা সংকটগুলোকে একভাবে স্বীকার করা হয়েছে। সামনের দিনগুলো আরও সংকট বাড়বে বলেই  মনে করা হচ্ছে। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, সরকার করোনা মোকাবিলায় যেভাবে আমলাদের নির্ভর করেছিল ঠিক একইভাবে অর্থনৈতিক সংকট এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় আমলাদের ওপরই নির্ভর করছে। এই জন্য রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে আমলাদেরকেই সামনে নিয়ে আসা হয়েছে। এই রাজনীতিবিদরা এখন শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন। বিরোধী দলের সমালোচনা করছেন এবং বিএনপি-জামায়াত জোট আমলে কি ধরনের বিদ্যুৎ সংকট ছিল সেব্যাপারে আদ্যোপান্ত বিবৃতি দিচ্ছেন গণমাধ্যমে। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সংকট সমাধানের ক্ষেত্রে নীতি নির্ধারকের ভূমিকায় নাই বলে বিভিন্ন সূত্রগুলো নিশ্চিত করেছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করা হয়েছে একজন সাবেক আমলাকে। নতুন গভর্নর দায়িত্ব গ্রহণ করার পরপরই মুদ্রাস্ফীতি নতুন রেকর্ডের খবর প্রকাশিত হয়েছে। নতুন গভর্নর এটাও স্বীকার করেছেন যে, তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চান এবং ডলার বাজারের অস্থিতিশীলতাকেও নিয়ন্ত্রণ করতে চান। কিন্তু আমদানি ব্যয় এবং রপ্তানি আয়ের মধ্যে যদি সামঞ্জস্য না হয় তাহলে পরে ডলারের বাজার স্থিতিশীল হবে না বলেই বিশ্লেষকরা মনে করছে। 

এ রকম পরিস্থিতিতে জনগণের মধ্যে যে ক্ষোভ-অসন্তোষ এবং হতাশা তৈরি হচ্ছে সেটিকে মোকাবিলা করার জন্য রাজনৈতিক সমাধান দরকার বলেও কোনো কোনো মহল মনে করছে। সরকার করোনা মোকাবিলার মতো কেন আমলাদের ওপর নির্ভরশীল হলো এব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রগুলো মনে করছে যে, রাজনীতিবিদদের ওপর নির্ভর করে সমস্যা সমাধান একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাছাড়া রাজনীতিবিদরা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন না। বরং আমলারা যেহেতু প্রশাসনের বিভিন্ন কাজের মধ্যে নিজেদেরকে যুক্ত রেখেছেন এবং আমলাদের নিজস্ব একটা নেটওয়ার্ক আছে এবং আমলারা প্রশাসনের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ রাখেন, সেকারণেই আমলা নির্ভর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, লোডশেডিং কোনো দীর্ঘ স্থায়ী সমাধান না। মানুষ দীর্ঘদিন লোডশেডিংয়ের অস্বস্তি মেনে নিবেও না। সরকারকে অবশ্যই একটা বিকল্প দিকে যেতে হবে এবং বিকল্প হলো বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিত করা। আর এটি করা ক্ষেত্রে আমলারা কতটুকু সমাধান দিবেন সেটি এখন দেখা বিষয়। অবশ্য ২০২০ সালে যখন সারা দেশে করোনার প্রভাব শুরু হয়েছিল তখন আমলারাই করোনা মোকাবিলা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং অনেকে মনে করেন যে, সে সময় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সঠিক হয়েছিল। তবে এখন বৈশ্বিক বাস্তবতায় যে সংকট, সে সংকট মোকাবিলায় আমলারা কতটুকু সাফল্যের পরিচয় দিবেন সেটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭