ইনসাইড পলিটিক্স

বিকেলে সংলাপে বসছে জেএসডি-বিএনপি


প্রকাশ: 24/07/2022


Thumbnail

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে অংশ হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সঙ্গে সংলাপে বসবে বিএনপি।

রোববার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের নেতৃত্বে প্রতিনিধিদল এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেবেন।

বন্যার কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত করে বিএনপি। এরপর ২১ জুলাই রাতে প্রথমে বাংলাদেশের সাম্যবাদী দল এবং পরে বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ করে দরটি।

গত ২৪ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। প্রথম দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে সংলাপ করে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭