ইনসাইড গ্রাউন্ড

পারবে কি সোহান?


প্রকাশ: 25/07/2022


Thumbnail

টি-টোয়েন্টি মানেই বাংলাদেশ দলের জন্য যেনো একের পর এক ব্যার্থতার নাম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হতশ্রী পারফরমেন্সের পর থেকে বাংলাদেশ দল এই ফরমেটটিতে ভালো খেলেছে এমন নজীর নেই বললেই চলে। বিশেষ করে টি-টোন্টিতে ব্যাটিং ব্যার্থতা বাংলাদেশ দলকে ভুগিয়েছে বেশ। এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়েও বার বার প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের এবার যেনো উত্তর খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তরুণ খেলোয়াড় উইকেটরক্ষক কাজী নুরুল হাসান সোহানের কাঁধে। এই নিয়ে অনেকে যেমন এর পক্ষে কথা বলছেন, আবার অনেকে এ নিয়ে করছেন সমালোচনা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগছে এবার পারবে কি সোহান?

আসন্ন জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। তার কাঁধে পাকাপাকিভাবে দায়িত্ব দেওয়া না হলেও সোহানকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গড়ে তুলতে চায় বিসিবি। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সোহান। অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনের অনুভূতি কেমন জানতে চাইলে খুব বেশি রোমাঞ্চ দেখালেন না তিনি। বরং মাঠের কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা বললেন। তিনি বলেন, ‘এটা (অধিনায়ক) তো অবশ্যই গর্বের ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চ দেখানোর সুযোগ নেই। আমার কাছে মনে হয়, দল হিসেবে এবং নিজেদের সেরা দেওয়াটাই মূল লক্ষ্য।’ 

দলে স্বাস্থ্যকর সংস্কৃতি এনে ভালো ফল বের করে আনার দিকে মনোযোগী সোহান আরও বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে যখনই অধিনায়কত্ব করেছি, আমার সব সময় চাওয়া থাকে আমরা যেন দল হিসেবে খেলতে পারি। অবশ্যই লক্ষ্য থাকবে জিম্বাবুয়েতে যেন দল হিসেবে খেলতে পারি। মূল যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটা হলো দলের পরিবেশ যেন ভালো থাকে।  সবাই তো প্রতিদিন পারফর্ম করবে না। আমরা যারা দলের ক্রিকেটার থাকবো ১৪-১৫ জন, তারা যেন একজনের সাফল্য আরেকজন উপভোগ করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’ টি-টোয়েন্টির নতুন অধিনায়ক বলেন, ‘আমরা টেস্ট ও টি-টোয়েন্টিতে ওয়ানডে থেকে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই চেষ্টা করছি। এজন্য প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। রেজাল্ট বা আউটকামের থেকে প্রক্রিয়া মেনে চলার চেষ্টা করবো। এই সিরিজে দলগতভাবে খেলা আমার কাছে বড় কাজ বলে মনে হচ্ছে।’ 

সোহানের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠলেও তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলে টেস্ট অধিনায়ক এবং বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমি তো মনে করি ও যোগ্য। এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভ কামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সোহান তরুণ একজন খেলোয়াড়। ক্রিকেটে অভিজ্ঞতার দাম থাকলেও এই টি-টোয়েন্টি ফরমেটটি তরুণদের খেলা হিসেবেই ধরা হয়। সেক্ষেত্রে সোহানের অধিনায়কত্ব নিয়ে তেমন কোনো সংশয়ের কিছু নেই। আর সে তো ঘরোড়া খেলায় অধিনায়কত্ব করেই থাকে। ফলে তার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে বিসিবি তাকে যে সুযোগটা দিয়েছে সেটা তার কাজে লাগানো উচিৎ এবং তার অধিনায়কত্ব এবং খেলার মাধ্যমে দেশের মানুষকে তার যোগ্যতার প্রমাণও দেওয়া উচিৎ। তাহলেও দেশের মানুষ টি-টোয়েন্টি ফরমেটে সোহানের মধ্য দিয়ে আশার আলো দেখতে পাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭