ইনসাইড পলিটিক্স

সমালোচনাকারীদের মুখে চুনকালি দিলেন প্রধানমন্ত্রী


প্রকাশ: 25/07/2022


Thumbnail

দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই ইত্যাদি নানা ধরেনের অভিযোগ করে আসছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, তাদের সাথে একই অভিযোগ করে আসছে দেশের সুশীল সমাজ। স্বৈরশাসনের অভিযোগও করা হয়েছে একাধিকবার। করা হয়েছে বঙ্গবন্ধু পরিবারের বিরোধীতাও। বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে, একটি পরিবার দেশে এক ধরনের স্বৈরশাসন করছে। মত প্রকাশের সমস্ত দরজা বন্ধ করা হয়েছে- এধরনের নানা অভিযোগ করা হয়ে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শুরু বিএনপি নয়, দেশের কিছু সুশীল ব্যক্তিত্বও বিভিন্ন সময় কূটনৈতিক মহলে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেছে। বার বার বলা হয়েছে যে, তিনি দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলেছেন, বিরোধী পক্ষকে দমন করছেন, মত প্রকাশে বাধা দিচ্ছেন ইত্যাদি। কিন্তু এগুলোর তোয়াক্কা করেননি প্রধানমন্ত্রী। তিনি অপেক্ষা করেছিলেন সময়ের। 

এবার যেন সে সময় এলো। শনিবার হঠাৎ করেই রাজনীতিতে এক চমক তৈরি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমালোচনাকারীদের মুখে চুনকালি দিলেন তিনি। সরকারবিরোধী আন্দোলনকে স্বাগত জানালেন তিনি। যদিও এর আগেও তিনি একটি শক্তিশালী বিরোধীদলের প্রত্যাশার কথা বলেছিলেন। এবার সরকারবিরোধী আন্দোলনকে স্বাগত জানানো রাজনীতিতে এক ভিন্ন প্রেক্ষাপট তৈরি করলেন তিনি। আন্দোলনকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে, বিএনপি যদি তার কার্যালয় ঘেরাও করে, তিনি বাধা দিবেন না। বরং তাদের কোনো কথা বলার থাকলে তিনি শুনবেন, তাদের চা খাওয়াবেন। কোনো দলের আন্দোলন করার যে অধিকার আছে সেটিও তিনি মনে করিয়ে দিয়েছেন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন কি ধরনের হতে পারে বা কেমন হওয়া উচিত সেটাও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে, গণতান্ত্রিক আন্দোলন না করে বা আন্দোলনের নামে কেউ ভাংচুর করে, জনমালের ওপর আঘাত আনে তবে সেটা কঠোর হস্তে বাধা দেওয়া হবে। কারণ জনমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে বিএনপি এখন কোন পথ হাটবে, তারা প্রধানমন্ত্রীর চায়ের দাওয়া গ্রহণ করবে নাকি আন্দোলনের নামে ভাংচুর করবে সেটাই এখন দেখার বিষয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭