ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪৭


প্রকাশ: 25/07/2022


Thumbnail


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৭ জনের দেহে। এ নিয়ে শনাক্তের হার ১৩ দশমিক শূন্য এক শতাংশ। 

সোমবার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী জানান, ১২টি ল্যাবে ৩৬১টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় একজন, লোহাগাড়ায় দুই জন, বোয়ালখালীতে দুই জন, কর্ণফুলীতে দুই জন, রাউজানে তিন জন, ফটিকছড়িতে একজন ও হাটহাজারীতে চার জন রয়েছেন।

রোববার (২৪ জুলাই) চট্টগ্রামে ৪০ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৬০০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭