ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্ব অর্থনীতি শিগগিরই মন্দার দ্বারপ্রান্তে পড়বে: আইএমএফ


প্রকাশ: 27/07/2022


Thumbnail

তিনটি বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে স্থবিরতা এবং মূল্যস্ফীতি পূর্বাভাসের চেয়ে বেশি হওয়ার কারণে বিশ্ব অর্থনীতি শিগগিরই মন্দার দ্বারপ্রান্তে গিয়ে পড়বে বলে এক সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক (ডব্লিউইও) গত এপ্রিলে যে পূর্বাভাস দিয়েছিল আইএমএফ তাদের নতুন পূর্বাভাসে ২০২২ ও ২০২৩ সালের প্রবৃদ্ধি কম হতে পারে বলে জানিয়েছে।

আইএমএফ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোজোনের সমস্যাগুলোর ফলে এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বব্যাপী উৎপাদন কমেছে, যা কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর এই প্রথম সংকোচন।

আইএমএফের অর্থনৈতিক পরামর্শদাতা পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস বলেছেন, “এপ্রিল থেকে দৃশ্য উল্লেখযোগ্যভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বিগত মন্দার মাত্র দুই বছরের মাথায় বিশ্ব শিগগিরই একটি মন্দার প্রান্তে যাচ্ছে।”

ওয়াশিংটন ভিত্তিক আইএমএফ জানিয়েছে, তারা এখন আশা করেছে যে ২০২২ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধ ৩ দশমিক ২ শতাংশ হবে - এপ্রিল থেকে শূন্য দশমিক ৪ পয়েন্ট কম। মন্দা আগামী বছর অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই সময় প্রবৃদ্ধি ২ দশমিক ৯ শতাংশ  হবে।

যুক্তরাজ্য ২০২২ সালে প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ এবং ২০২৩ সালে শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। আইএমএফ জানিয়েছে, যুক্তরাজ্যে প্রবৃদ্ধ চলতি বছরের দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাবে এবং ২০২৩ সালে জি সেভেন অর্থনীতির মধ্যে সবচেয়ে দুর্বল হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭