ইনসাইড বাংলাদেশ

রাজশাহীতে টিকিট না পেয়ে ট্রেন আটকে দিয়েছে ভর্তিচ্ছুরা


প্রকাশ: 27/07/2022


Thumbnail

অনলাইনে ২ মিনিটে টিকিট শেষ হওয়া, কালোবাজারে বিক্রি করা এবং আরও কিছু অব্যবস্থাপনার অভিযোগ তুলে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুরা। 

বুধবার (২৭ জুলাই) বিকেল ৩টা থেকে ট্রেন আটকে দিয়ে এ আন্দোলন করছেন তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা ২/৩ দিন ধরে টিকিট খুঁজছি অনলাইনে। কিন্তু ২ মিনিটে সব টিকিট শেষ দেখাচ্ছে। আবার বাইরে দেখছি অন্তত ৪০টা টিকিট বিক্রি করা হয়েছে কালোবাজারে। আমাদের আরও পরীক্ষা আছে। আমরা কীভাবে যাব?

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম তালুকদার জানান, তারা রাতে অথবা আগামীকাল সকালের ট্রেনে যাওয়ার কথা বললেও শিক্ষার্থীরা তা মানছেন না। বর্তমানে পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭