ওয়ার্ল্ড ইনসাইড

ইউরোপে ২০ শতাংশ গ্যাস সরবরাহ কমালো রাশিয়া


প্রকাশ: 28/07/2022


Thumbnail

আবারও ইউরোপে গ্যাসের সরবরাহ কমালো রাশিয়া। দেশটি থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান লাইন হচ্ছে নর্ড স্ট্রিম-১। এটি দিয়ে সক্ষমতার চেয়ে গ্যাসের সরবরাহ কমানো হয়েছে ২০ শতাংশ। বুধবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নর্ড স্ট্রিম ওয়েবসাইটের তথ্য ও জার্মানির নেটওয়ার্ক নিয়ন্ত্রকের প্রধান ক্লাউস মুলার সরবরাহ কামানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুলার বলেছেন, "গ্যাস এখন রাশিয়ার পররাষ্ট্র নীতির একটি অংশ ও সম্ভবত রাশিয়ান যুদ্ধ কৌশল।" 

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জানায়, প্রধান পাইপলাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দেওয়া হবে।

অপরদিকে জার্মানি বলেছে, এক্ষেত্রে প্রযুক্তিগত এমন কোনো কারণ তারা দেখছে না। রাশিয়া সরবরাহ আরও কমিয়ে দিলে আসছে শীতের আগে ইউরোপের দেশগুলোর পর্যাপ্ত গ্যাস মজুত করা কঠিন হয়ে পড়বে। শীতে ইউরোপের দেশে গ্যাসের ব্যবহার অনেক বেশি থাকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭