ওয়ার্ল্ড ইনসাইড

পরমাণু শক্তি কাজে লাগাতে প্রস্তুত উত্তর কোরিয়া: কিম


প্রকাশ: 28/07/2022


Thumbnail

পরমাণু যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত উত্তর কোরিয়া, এমন দাবিই করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। কোরীয় যুদ্ধের বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে কিম বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে যেকোন সময় যেকোন ধরনের সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত। 

জানা গেছে সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। গেল মাসে যুক্তরাষ্ট্রও এ বিষয়ে সতর্ক করেছে, পিয়ংইয়ং যেকোন সময় এমন পরীক্ষা চালাতে পারে। ২০১৭ সালে সবশেষ পরমাণু পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। 

সাম্প্রতিক সময়ে ৩১টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিমের দেশ। ১৯৫০-৫৩, তিন বছর ধরে চলা যুদ্ধ এক শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়। একে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের জয়ী দাবি করে এসেছে উত্তর কোরিয়া। 

এই অনুষ্ঠানে কিম আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পারমাণবিক হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়ারও আত্মরক্ষার কৌশলে আরও সমৃদ্ধ হওয়া জরুরি।

কিমের অভিযোগ, উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক কর্মকাণ্ডকেও ভুলভাবে উপস্থাপন করছে যুক্তরাষ্ট্র।


সূত্র: বিবিসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭