ইনসাইড বাংলাদেশ

ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশে চাকরি দেওয়া দাবি সংসদ সদস্যের


প্রকাশ: 28/07/2022


Thumbnail

ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার জন্য তদবিরের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের নারী ব্যারাকের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমন দাবি জানান তিনি।

সৈয়দা জোহরা আলাউদ্দিন, এমপি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ছাত্রদলের ৫ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছিল। আমাদের ছাত্রলীগের কর্মী যারা আছেন, তারা চাকরি পান না। এই ছেলেরা কি চাকরি পাওয়ার জন্য এত‌ই অযোগ্য? 

তিনি আরও বলেন, ছাত্রলীগের ছেলেদের জন্য আমরা এমপি হয়েও রিকুয়েস্টের সুযোগ পাই না। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখিত পরীক্ষায় পাস করার পর ভাইভায় যাতে আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছেলে-মেয়েরা কিছুটা হলেও চাকরি পাবেন। আমার এই মিনতি মন্ত্রীর কাছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭