ইনসাইড এডুকেশন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরিক্ষা আজ


প্রকাশ: 30/07/2022


Thumbnail

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এ মোট ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ (৩০ জুলাই)।পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২টা থেকে ১টা পর্যন্ত। 'ক' ইউনিটের পরিক্ষার মাধ্যমেই শুরু হবে পরিক্ষার আনুষ্ঠানিকতা। 

'ক' ইউনিটে শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ হাজর ৪২৪ জন এবং বরিশাল সরকারি মহিলা কলেজে ৮৪৯ জন শিক্ষার্থী মিলিয়ে দুটি কেন্দ্রে মোট ৪ হাজার ২৭৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

খ ইউনিটে আগামী ১৩ আগস্ট (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৪২৪ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া গ ইউনিটে (শনিবার) ২০ আগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৮৭৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ‘খ’ ও ‘গ’ এ তিনটি ইউনিটে ৮ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭