ইনসাইড হেলথ

বিশ্বে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, জেনে নিন এই রোগের প্রাথমিক লক্ষণ?


প্রকাশ: 31/07/2022


Thumbnail

সম্প্রতি বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ছড়াচ্ছে নতুন ভাইরাস মাঙ্কিপক্স। খুব দ্রুত সংক্রমিত হওয়া এই ভাইরাসে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আমাদের দেশে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার খবর না মিললেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন। 

তাই আমাদের সকলকেই এ বিষয়ে থাকতে হবে খুব সতর্ক। তো দেখে নেয়া যাক মাঙ্কিপক্সের লক্ষণগুলো-

জ্বর, পিঠব্যথা, ত্বকে র‍্যাশ এই রোগের প্রধান লক্ষণ। এই সংক্রমণ স্থায়ী হয় দুই থেকে চার সপ্তাহ আর ভাইরাসের সংস্পর্শে আসার পাঁচ থেকে ২১ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়।

প্রথমদিকে আক্রান্ত ব্যক্তির মাঝে জ্বর, মাথা, পেশি ও পিঠেব্যথা, গায়ে কাঁপুনি, অবসাদ ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

এর দুই থেকে তিন দিন পর দেখা দিতে শুরু করে র‍্যাশ। প্রথমে শুধু মুখমন্ডলে থাকলেও পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে সারা শরীরে। লালচে রংয়ের এই র‍্যাশ ধীরে ধীরে ক্ষতে পরিণত হয়।

এখন পর্যন্ত এই রোগের কোনো স্বীকৃত চিকিৎসা না থাকলেও গুটি বসন্ত বা ‘স্মলপক্স’য়ের টিকা এই রোগের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর।

ইনসাইডার ডটকম’য়ের এক প্রতিবেদন  থেকে জানা যায় এ পর্যন্ত যেসব পুরুষের মাঝে এই রোগ শনাক্ত হয়েছে তারমধ্যে সিংহভাগই সমকামী। তাই বলে এই রোগকে সমকামীদের রোগ হিসেবে আখ্যায়িত করা যাবে না।

তাই রোগীর সেক্সুয়াল অরিয়েন্টেশন নয় বরং রোগীর শরীরের কোন অংশে এই বসন্ত দেখা দিচ্ছে সেদিকে নজর দিতে হবে।

এই ভাইরাস থেকে বাচতে প্রাথমিকভাবে করণীয়-

ব্লিচ দিয়ে এই ভাইরাস কাপড়, থালাবাসনথেকে শুরু করে সব জায়গা থেকে ধ্বংস করা সম্ভব। 

এছাড়াও, আক্রান্ত রোগীর শরীর থেকে মৃতকোষ ঝরেপড়লে সেগুলো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

কোনো অবস্থাতেই ওই কাপড় গ্লাভস না পরে ধরা যাবে না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭